নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উৎসব

- আপডেট সময় : ১২:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে। প্রতিদিন বাড়ছে ভিড়। দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে মানুষ। ঈদের পরদিন থেকে দর্শনার্থীদের ভীড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদীর বিনোদন কন্দ্রেগুলো। ঈদের পরদিন থেকে ক্রমেই বাড়ছে দর্শনাথীর উপস্থিতি। প্রতিদিনই বিনোদন কেন্দ্রগুলোর বিভিন্ন রাইডস উপভোগ করছেন দর্শনার্থীরা। ঈদের ছুটিতে সময় কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে ছুটে আসছেন তারা। বিনোদন কেন্দ্রগুলোতে এয়ার বাইসাইকেল, বাম্পার কার, সোয়ান বোট, রোলার কোষ্টার, ডেমু ট্রেন, স্পিডবোট, জাম্পিং হর্স, লাফার কিংসহ আইস পাহাড়, অত্যাধুনিক ভিআর নাইন-ডি, ক্যাবল কার, ওয়াটার পার্ক ও অনেক মজাদার সব রাইডে; আনন্দ উপভোগ করছে শিশুসহ সকল বয়সী মানুষ। দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। একমাত্র ঈদকে ঘিরেই সারা বছরের একঘেঁয়েমি ছেড়ে পরিবার, স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে একটু ভাল সময় কাটনোর জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটে আসেন দর্শনার্থীরা।।