নরসিংদীর রায়পুরায় ট্রাকচাপায় চারজন নিহত
- আপডেট সময় : ০৭:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় সবজির হাটে মালবাহী ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ জন। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের উদ্দেশে যাচ্ছিল। মালবাহী ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সবজির হাটে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটের এক ব্যাক্তি নিহত হয়। আহত অবস্থায় একজনকে ঢাকা নেয়ার পথে মারা যায়। এদিকে আহত ৫জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ব্রেকফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামপুরের শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কের ঘটনাস্থলে সিলেটমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় এসময় মাইক্রোবাসটি পাশের একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।