নরসিংদীর সমতল ভূমিতে চাষ হচ্ছে কফি
- আপডেট সময় : ১১:২৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১৭২৭ বার পড়া হয়েছে
পার্বত্য অঞ্চলে নয়, এবার নরসিংদীর সমতল ভূমিতে চাষ হচ্ছে ব্যাপক সম্ভাবনাময় কফি। প্রথমবারের মত পরীক্ষামূলক চাষাবাদে কাঙ্খিত ফলনে খুশি এখানকার চাষী এবং কৃষিবিভাগ। প্রতিবন্ধকতা এড়িয়ে কৃষকদের চাষাবাদে আগ্রহী করতে পারলে কমবে আমদানী নির্ভরতা।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকার ভেদে বাংলাদেশে কফি আমদানী হয় মোট চাহিদার ৮৬ শতাংশের বেশি। আমদানী নির্ভরতা কমাতে কৃষি বিভাগের উদ্যোগে কফি সমতল ভূমিতে চাষের উদ্যোগ নেয় কৃষি বিভাগ। এরই প্রেক্ষিতে ২০২১ সালে নরসিংদীর বেলাবো উপজেলার নিলক্ষীয়া গ্রামের সালাউদ্দিন মোল্লার এক বিঘা জমিতে ১৪০টি কফির চারা রোপণ করেপরীক্ষামূলক চাষাবাদ শুরু হয় ।
কৃষিনির্ভর এই অঞ্চলে প্রথমে কফি চাষ নিয়ে নিরাশা থাকলেও দ্বিতীয় বছরের শুরুতেই ব্যাপক ফলনে কৃষকের মাঝে দেখা দিয়েছে আগ্রহ।কফি বাগান দেখতে নরসিংদী জেলাসহ আশপাশের জেলা থেকে ভিড় করছেন কৃষক ও দর্শনার্থীরা। অনেকেই আগ্রহ প্রকাশ করছেন কফি বাগান গড়ে তুলতে।কৃষি বিভাগ বলছে, পরীক্ষামূলক চাষাবাদে সফলতা আসলেও বীজ সংগ্রহ ও বাজারজাতের যথাযথ ব্যবস্থা করতে পারলেই লাভবান হবেন কৃষকরা। সকল প্রতিকূলতা ছাড়িয়ে অন্য ফসলের সাথে কফির চাষ আমদানী নির্ভরতা কমাবে বলে প্রত্যাশা।
পার্বত্য জেলার পাশাপাশি সমতলে কফি চাষ বাড়লে নতুন খাতে আসবে কৃষকের লাভ।