নলিউডে মোবাইল দিয়ে চলচ্চিত্র নির্মাণের চেষ্টা
- আপডেট সময় : ০৪:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
নলিউডে চলচ্চিত্র নির্মাণের খরচ অনেক বেশি৷ তবে নলিউডে সিনেমা নির্মাণে তরুণদের স্বপ্ন পূরণে জায়েওলা মুইওয়া ডোনাল্ড একটি চমৎকার বিকল্প খুঁজে পেয়েছেন৷
মুইওয়া বলেন, ‘‘আমি অনেককেই চিনি যারা এটি করতে চায়৷ কিন্তু তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নেই৷ এ কারণেই আমি মোবাইল ফোন দিয়ে সিনেমা বানাচ্ছি৷ আপনার পকেটে যা আছে আপনার লক্ষ্যে পৌঁছাতে যাত্রা শুরু করার জন্য তা-ই যথেষ্ট৷ বুঝলেন, সবকিছুই ঠিকমতো হচ্ছে৷”
তবে এই মোবাইল চলচ্চিত্র নির্মাতা জানান, মোবাইলে সিনেমা বানানো আসলে তার মূল লক্ষ্য ছিল না৷ তিনি বলেন, ‘‘লক্ষ্য ছিল বড় ক্যামেরা ব্যবহার করে বড় পর্দার জন্য কিছু বানানো৷ মজার বিষয় হলো, ব্ল্যাকম্যাজিক দিয়ে আমি একটি শর্ট ফিল্ম বানিয়েছি৷ তারপর আমি এর প্রেমে পড়ে গেলাম এবং এ ধরনের কাজ আরো করতে চাইলাম৷৷ আর তাই ব্ল্যাকম্যাজিকটির মালিক আমার বন্ধুর কাছে গেলাম৷ সে বলল, ‘ওহ, আমরা এখন ব্যস্ত৷’ তারপর আমি ইউটিউবে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও দেখতে লাগলাম৷ দেখলাম, বেশিরভাগ লোকই তাদের মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিও শ্যুট করছে৷”
এরপর মুইওয়া মোবাইল ফিল্মের উপর অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করতে লাগলেন৷ এর ফলে মোবাইল ক্যামেরা দিয়ে কীভাবে ফিল্ম বানানো যায়, সেই বিষয়ে তার দক্ষতা বাড়তে লাগলো৷
মুইওয়া বলেন, ‘‘এটি এমন একটি বিষয় যা নলিউডের উপর প্রভাব ফেলেছে৷ এটি কাজের ধরন পরিবর্তন করে ফেলেছে৷ যাদের এমন সুযোগ ছিল না বা ট্রেনিং করে মোটা অংকের টাকা খরচ করে যাদের সিনেমা বানানোর সামর্থ্য ছিল না, তাদের জীবনে আমি প্রভাব ফেলতে পেরেছি৷ আমার একটি অনলাইন কোর্স আছে, যেখানে আপনি সিনেমাটোগ্রাফি এবং এডিটিং শিখতে পারবেন৷”
মুইওয়া জানান, ‘‘বর্তমানে নলিওডে মোবাইলে বানানো সিনেমার বিষয়টি অনেক গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে৷ আমি এমন ভ্লগার এবং ইউটিউবারদেরকে চিনি, যারা মোবাইল ফোন দিয়ে তাদের চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছে৷ আপনার মনে হবে এগুলো ক্যামেরা, কিন্তু আসলে তারা যা ব্যবহার করছে তা হলো মোবাইল ফোন৷”
তিনি মনে করেন, ‘‘ভবিষ্যতে মোবাইল দিয়ে বানানো সিনেমা নিশ্চিতভাবেই নলিউডে প্রভাব ফেলবে৷ মোবাইল ফোন দিয়ে আপনি চমৎকার সব গল্প বলতে পারবেন৷ আসলে যন্ত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং, যন্ত্রের পেছনে কে দাঁড়ানো সেটি গুরুত্বপূর্ণ৷”
মুইওয়া বলেন, ‘‘হলিউডের পর্দায় আমরা যেসব ইমপ্রেসিভ ফিল্ম দেখি, সেগুলোর মতো বানানোর বাজেট হয়ত আপনার নেই, কিন্তু মোবাইল ফোন দিয়ে আপনি গল্পটি বলতে পারবেন এবং নলিউডে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবেন৷
এই মোবাইল চলচ্চিত্র নির্মাতা জানান, ‘‘এটি দিয়ে ৪কে কোয়ালিটির ভিডিও শ্যুট করা যায়৷ মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলে তার মান ভালো হয় না, তেমনটা আমার মনে হয় না৷ কারণ, কিছু কিছু সাধারণ ক্যামেরায় আপনি ৪কে কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারবেন না৷ কিন্তু কিছু মোবাইলে ৪কে থেকে ৮কে কোয়ালিটির ভিডিও শ্যুট করা যায়৷ অদূর ভবিষ্যতে আপনাদের অনেকেই হয়ত সাধারণ ক্যামেরা ব্যবহার করবেন না৷ ভিডিও শ্যুটের জন্য আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন৷”
মোবাইল দিয়ে বানানো মুইওয়ার কন্টেন্ট আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে স্বীকৃতি পেয়েছে এবং দু-একটি পুরস্কারও জিতেছে৷
মোবাইল ফোন দিয়ে হাই ডেফিনিশনের ভিডিও শ্যুটের প্রতিযোগিতা বাড়ছে৷ আর এটি মোবাইল দিয়ে কন্টেন্ট নির্মাতাদেরকে, যারা দামি ক্যামেরা ব্যবহার করছে, তাদের মতো কাজ করতে সহযোগিতা করছে৷
ডয়চে ভেলে