নষ্ট হয়ে পড়ে আছে রংপুর মেডিকেল কলেজের ডায়ালেসিস মেশিন
- আপডেট সময় : ০২:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
এক মাস আগেও রোগীর চাপ সামলাতে হিমশিম খেয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এখন ফাঁকা পড়ে আছে বেশিরভাগ শয্যা। দিনে দু’বার বিশেষজ্ঞ চিকিৎসক আসার কথা থাকলেও, সপ্তাহে একবারই দেখা মেলা ভার। এদিকে, নষ্ট হয়ে পড়ে আছে ডায়ালেসিস মেশিনসহ বেশ কিছু ইকুইপমেন্ট। কর্তৃপক্ষ বলছে, লকডাউন উঠে গেলে সংকট কেটে যাবে।
লকডাউনের আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ছিল ধারণ ক্ষমতার কয়েকগুন বেশি। গত এক সপ্তাহে প্রায় সব ওয়ার্ডই ফাঁকা। চিকিৎসকের উপস্থিতিও তেমন নেই।করোনার অজুহাতে ডাক্তাররা আসছে না বলে ক্ষোভ জানায়, রোগীর স্বজনরা।
ডায়ালাইসিস মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হওয়ায় বেকায়দায় পড়েছেন রোগীরা।লকডাউন উঠে গেলেই সার্জিক্যাল যন্ত্রপাতি সচল হয়ে যাবে বলে জানায়, কর্তৃপক্ষ।হাসপাতালটিতে দ্রুত স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে বলে আশা করে, সাধারণ মানুষ।