নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ ফেব্রুয়ারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৬ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।
সোমবার ছিল মামলার অভিযোগ গঠনের পূর্ব নির্ধারিত দিন। তবে অসুস্থতার কারণে খালেদা জিয়া এদিন আদালতে উপস্থিত হতে না পারায়, তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। শুনানি নিয়ে কেরানীগঞ্জে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ আদালতের জজ শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করেন এবং শুনানির নতুন দিন ধার্য করেন। ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।