নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুলের একটি ভবন বিধ্বস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুলের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। দ্বিতল ভবন বিধ্বস্তের এ ঘটনায় অন্তত ২২ শিক্ষার্থীর মৃত্যু হয়। এখনও ধ্বংসস্তূপের ভেতর আটকা রয়েছে শতাধিক মানুষ। দেশটির প্লাতিউ জেলার জস সিটিতে এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ধসে পড়ার সময় দ্যা সেইন্ট একাডেমি নামের ওই স্কুলটিতে কমপক্ষে ১৫৪ জন শিক্ষার্থী ছিলো। আর ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, ভারী যন্ত্রপাতি দিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। উল্লেখ্য, আফ্রিকায় সবচেয়ে জনবহুল দেশটিতে দুর্বল অবকাঠামোর জন্য প্রায়ই ঘটে ভবন ধসের ঘটনা। গত দুই বছরে এমন এক ডজনের বেশি ঘটনা ঘটেছে দেশটিতে।