নাইজেরিয়ায় একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নাইজেরিয়ায় একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ওন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে গতকাল প্রার্থনার জন্য জড়ো হন অনেকে। এ সময় একাধিক বন্দুকধারী গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। হামলায় বেশ কয়েকজন শিশুও নিহত হয়েছে। ঘটনার ভিডিওতে দেখা যায়, রক্তে ভেসে যাচ্ছে গির্জা। রক্তের ওপর পড়ে রয়েছেন চার্চে প্রার্থনা করতে আসা মানুষ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি। হামলার পিছনে কারা তা এখনও স্পষ্ট নয়। এমনিতে ওন্ডো দেশটির শান্তিপূর্ণ রাজ্যগুলোর মধ্যে অন্যতম। তবে, সেখানে কিছু দিন ধরে পশুপালক এবং কৃষকদের মধ্যে অশান্তি চলছে। সেই অশান্তির জেরেই হামলা কিনা.. তা স্পষ্ট নয়।