নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দু’শো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নাইজেরিয়ার জামফারা রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দু’শো জনে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে গত দুই বছরের বেশি সময় ধরে সহিংসতা ঘটছে। স্থানীয় লোকজন ও দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানায় রয়টার্স।
হামলার শিকার গ্রামবাসীরা জানায়, তিন শতাধিক অস্ত্রধারী আটটি গ্রামে হামলা ও নির্বিচারে গুলি চালায়। রাজ্য সরকারের তরফ থেকে ৫৮ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। হামলার পর পলাতক গ্রামবাসীরা ফিরে দেখেন নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছে। তাদের দাবি অন্তত দু’শোর বেশি লোক মারা গেছেন এ ঘটনায়। সামরিক বাহিনীর সদস্যরা ওই অঞ্চলের দুটি এলাকায় অভিযান চালালে সশস্ত্র দুই গোষ্ঠীর প্রধানসহ এক’শজন নিহত হন। সেই ঘটনার প্রতিশোধ নিতে তিন’শ বন্দুকধারী হামলা চালায় আটটি গ্রামে।