নাইম শেখের ব্যাটে বিশ্বকাপে মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
- আপডেট সময় : ০২:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নাইম শেখের ব্যাটে বিশ্বকাপে মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে ২৬ রানে হারিয়েছে টাইগাররা। আগে ব্যাট করে ১৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৬৪ রান করেন নাঈম শেখ। জবাবে ৯ উইকেটে ১২৭ রান রান তোলে ওমান।
শঙ্কা, ভয়,কিংবা দুচিন্তা সব কিছুকে পিছু ফেলে টাইগারদের প্রথম জয়। নাইম, দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাচ সেরা সাকিব, মাহেদী ও সাইফউদ্দিনদের সময় উপযোগী বোলিংয়ে টাইগারদের স্বত্বির জয়।
অথচ টস জয়ী বাংলাদেশের পাওয়ার প্লে কেটেছে দুস্বপ্নের মতোই। সেখানে ২ উইকেট হারিয়ে তারা তোলে ২৯ রান । লিটন সুযোগ পেয়েও খোলসবন্দি, আর মাহেদী প্রমোশন পেয়ে ব্যর্থ।
তারপর দলকে টেনে তুললেন অভিজ্ঞ সাকিব আল হাসান ও নাইম শেখ। তাদের জুটিতে এসেছে ৮০। খেলেছে ৫৩ বল।
সাকিবের রান আউট নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ ক্রিজে প্রবেশের আগে থেমে গেলেন সাকিব। সুযোগটা ভালোভাবেই কাজে লাগালেন আকিব। ৬ চারে ২৯ বলে ৪২ রানন করে সাজঘরে ফিরলেন তিনি।
তখনো একপ্রান্তে অবিচল ছিলেন নাইম। খেললেন ৫০ বলে ৬৪ রানের ঝলমলে ইনিংস।
স্কোরবোর্ডে আরো রান বাড়তো যদি না শেষ পাঁচ ওভারে ৬ উইকেট না হারাতো সফরকারিরা। সেখানে বাংলাদেশ তুলেছে ৪১ রান। অন্যদের আসা যাওয়ার মিছিলে ১৭ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহ ব্যাট থেকে। ফায়াজ ও বেলাল নেন তিনটি করে উইকেট।
এমন টার্গেটে ঝড়ো শুরুর চেষ্টা করা ওমান শুরুর ৬ ওভারে তুলেছে ২ উইকেটে ৪৭। দুটি উইকেটই নিয়েছেন মোস্তাফিজ।
ক্যাপ্টেন জিসান মাকসুদ ও জতীনদর ভয় ধরিয়েছিলো বাংলাদেশ শিবিরে। তবে টাইগারদের ক্যাচ মিসের দিনে দুদার্ন্ত তালবন্দিতে জিসানকে মাঠ ছাড়া করেন মেহেদী। আর জতীন্দরকে আউট করে মোমান্টাম নিজেদের দিকে টেনে নেন সাকিব চল হাসান
বাকি গল্পটা বাংলাদেশী বোলারদের। যার নেতৃত্বেও সেই সাকিবের হাতেই। হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন।
ওমানের ইনিংস থেমেছে ৯ উইকেটে ১২৭ রানে। মুস্তাফিজ ৪, সাকিব নেন ৩ উইকেট।