নাওমি ওসাকাকে দেখা যাবে না উইম্বলডনে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
মেয়েদের টেনিস রেংকিয়ে সাবেক এক নম্বর খেলোয়াড় নাওমি ওসাকাকে দেখা যাবে না উইম্বলডনে। বাঁ পায়ের গোড়ালির চোটে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় আক্রান্ত হওয়ার কথা নিজেই জানান ওসাকা। ব্যক্তিগত কারণে সবশেষ উইম্বলডনে খেলেননি নাওমি।এর আগে ফ্রেঞ্চ ওপেনেও মানসিক কারন দেখিয়ে নাম প্রত্যাহার করে নেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন দু’বার করে জিতলেও উইম্বলডন শিরোপা ছুয়ে দেখা হয়নি জাপানিজ তারকার। ইনজুরিতে যার অপেক্ষা আরও বেড়েছে। সবশেষ গেলো ফরাসি ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন নাওমি ওসাকা। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডন শুরু হবে আগামী ২৭ জুন থেকে।