নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অনশনে বসবেন কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন
- আপডেট সময় : ১১:১৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অনশনে বসবেন কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন।
আজ রাজ্যের তিরুবনন্তপুরমের পালায়মের শহিদ মিনারে মুখ্যমন্ত্রী পিনারাই ও বিরোধী দলের নেতা রমেশ চেনিথালাসহ দলীয় নেতাকর্মীরা অনশনে বসবেন। তাদের দাবি, এ আইনের বিরোধিতায় কোনও ধ্বংসাত্মক কর্মকাণ্ড না করে বিজেপিকে আটকানোর একমাত্র পথই হলো অনশন। এদিকে, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের একাধিক রাজ্য। গেলো রাতে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ যোগ দিলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এসময় গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবেলায় দক্ষিণ-পূর্ব দিল্লির সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে কতৃপক্ষ।
গেলো বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয় ভারতের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া সংক্রান্ত বিতর্কিত নাগরিকত্ব বিল। এর পরই থেকেই মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ও সমালোচনা অব্যাহত রয়েছে।