‘নাচ নিয়ে দেশের বাইরে প্রতিনিধিত্ব করতে পারাটা ভীষণ গৌরবের’
- আপডেট সময় : ১২:৪৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। নাচ ও অভিনয় সমানতালে চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এ কাজ করছেন তিনি। এই ধারাবাহিকটি দিয়ে তিনি তুমুল আলোচিত হয়েছেন। এবার নাচতে পোল্যান্ড গিয়েছেন পারসা ইভানা।
জানা গেছে, দেশটির দূতাবাস কর্তৃক আয়োজিত কালচারাল ফোক ফেস্টিভ্যালের ১২তম আসর বসবে পোল্যান্ডে। এ উপলক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর পোল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পারসা ইভানা। সঙ্গে আরও গিয়েছেন সৈয়দা শায়লা আহমেদ লিমা। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের নৃত্যশিল্পী সেখানে আসবে।
এ প্রসঙ্গে অভিনেত্রী পারসা ইভানা জানান, ‘পোল্যান্ড দূতাবাসের আয়োজনে ‘১২তম কালচারাল ফোক ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা আসবেন। তারা নিজ নিজ দেশের ঐতিহ্য-সংস্কৃতি উপস্থাপন করবেন। বাংলাদেশ থেকে আমি এবং আমাদের নাচের দল গিয়েছি। উৎসব হলেও সেখানে থাকছে প্রতিযোগিতা বিভাগ। নৃত্যের পরিবেশনা দেখিয়ে পুরস্কার জেতার সুযোগ আছে।’
তিনি আরও বলেন, ‘আগে থেকেই শিল্পকলা একাডেমি ও সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করি। ২০১৯ সালে ওমানে পারফর্ম করেছিলাম। এবার পোল্যান্ড ট্যুরের জন্য প্রস্তুতি নিচ্ছি। নাচ নিয়ে দেশের বাইরে প্রতিনিধিত্ব করতে পারাটা ভীষণ গৌরবের। বরাবরের মতো এবারও দারুণ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব ভাবছি। আমাদের উৎসব পাঁচ দিনের, তারপর হয়তো দুই-তিন দিন ঘুরব। এরপর ঢাকায় ফিরে আবার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ব।’