নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৭
- আপডেট সময় : ০৬:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে দুই বাস ও এক ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সহোদর ভাই-বোনসহ ৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হন ২০ জন। সকালে নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলে সড়ক পথের একমাত্র ভারসা নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক। কিন্তু, এতে প্রতিদিনই ঘটে নানা দুর্ঘটনা।
প্রত্যদর্শীরা জানায়, শনিবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও নাটোর থেকে ঢাকাগামী সিয়াম পরিবহন এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ১ নারী ও ৬ পুরুষ যাত্রী নিহত হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে।
নিহত সাত জনের মধ্যে সহোদর ভাই-বোন সাদিয়া ও কাউসার রয়েছে। তারা সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন। তাদের মা ওই বাসে থাকলেও অক্ষত আছেন। তারা নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের বাসিন্দা। এছাড়া, লালপুরের মোহনা আক্তার মিলি, জলিল, টাঙ্গাইলের মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ও মাগুরার আলমগীর মারা গেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। দুই দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়েছে।
নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তার আশ্বাস দেন পুলিশ সুপার।
সড়ক দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছে প্রশাসন।