নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক ইউপি সদস্য ও বর্তমান ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষে আফতাব আলী নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এ ঘটনা ঘটে। সিংড়া থানার পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আফতাব আলীর সাথে বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের বিরোধ চলছিল। এরই জের ধরে দুই গ্রুপের মধ্যে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আফতাব আলীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক ইউপি সদস্য ফরিদুল ও তার সমর্থকরা।