নাটোরে গলায় গামছা ও রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামের তিরাইল সড়কের পাশ থেকে গলায় গামছা ও রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা মোবাইল ফোনে জানায়, ওই এলাকায় সড়কের পাশে গলায় গামছা ও রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারনা, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে রেখে যাওয়া হয়েছে।
পটুয়াখালীতে বেড়াতে এসে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় কিশোরগঞ্জের হাফেজ ইজাজুল ইসলাম। তিনদিন পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লোহালিয়া-গলাচিপা নদীতে সাত বন্ধু মিলে গোলস করতে নামে তারা।