নাটোরে জোড়া খুন মামলায় ৭ জনের সাত বছর করে কারাদণ্ড ও একজন খালাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় জোড়া খুন মামলায় ৭ জনের সাত বছর করে কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া, সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়।
নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই রায় দেন। ১৯৯৪ সালের ২৭ জানুয়ারি শবেবরাতের রাতে সিন্নি বিতবরণকে কেন্দ্র করে আক্কাস আলী ও সিকিম প্রামানিকের সাথে কুদ্দুস আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আক্কাস ও সিকিম আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় হত্যা মামলা করেন। স্বাক্ষী-প্রমাণ শেষে দীর্ঘ ২৮ বছর এ মামলার রায় দিলো আদালত।