নাটোরে ট্রেনের তেলচুরি কোনভাবেই থামাতে পারছে না আইন শৃংখলা বাহিনী

- আপডেট সময় : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নাটোরে ট্রেনের তেলচুরি কোনভাবেই থামাতে পারছে না আইন শৃংখলা বাহিনী। বিভিন্ন সময় অভিযান চালিয়ে এই চক্রের কিছু সদস্যদের গ্রেফতার করলেও বন্ধ হচ্ছে না এই অপকর্ম । প্রতিনিয়ত লোকসানে পড়ছে রেলওয়ে। দ্রুত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি স্থানীয়দের ।
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের আশেপাশে ট্রেন চলাচলের সময় চোখে পড়ে ট্রেনের তেল চুরির এই দৃশ্য। উন্নতমানের বড় বড় সব প্যাকেটে সেই তেলগুলো ফেলে দেওয়া হয় ট্রেন থেকে। অনেক সময় ট্রেন থামিয়েও ট্রেনের ট্যাংকি থেকে তেল বের করে নেওয়ার ঘটনা ঘটে। প্রশাসনের অভিযানের পরও এই তেল চুরি থেমে নেই। লালপুরের পর এবার নাটোরের নলডাঙ্গাতেও দেখা যায় একই পদ্ধতিতে রেলের তেল চুরির ঘটনা। এখান থেকেও অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে রেব। ট্রেনের চালকদের সাথে সখ্যতা গড়েই এসব অপকর্ম করেন চোর চক্রের সদস্যরা।
রেলকে আরো সচল করতে এসব তেল চুরি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই চক্রের মুল হোতাকে আটক করতে তদন্ত হচ্ছে বলে জানায় রেব।