নাটোরে তুষ বোঝাই ট্রাক উল্টে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামের ধানের তুষ বোঝাই ট্রাক উল্টে অটোভ্যানের উপর পড়ে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, নাটোর থেকে পাবনাগামী ধানের তুষ বোঝাই একটি ট্রাক সড়কের গর্তে পড়ে সড়কে থাকা একটি অটো ভ্যান রিক্সার উপর উল্টে যায়। ভ্যানে থাকা আব্দুল ওহাব ও তার স্ত্রী স্বর্ণা খাতুন বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তাদের ৪ বছরের শিশু কণ্যা উম্মে হাবিবা। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন এবং মরদেহ দুইটি বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যায়।