নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখতে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা দিকে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে ম্যারাথন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। সেনাবাহিনীর ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ও এডহক সেনাবাহিনীর ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ওয়াদুদ। ম্যারাথনে শিক্ষার্থী, রোভার, জেলা ক্রীড়া সংস্থার খেলোয়ার এবং কর্মকর্তাবৃন্দসহ দুই শতাধিক ব্যক্তি অংশগ্রহন করেন।