নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৮৪১ বার পড়া হয়েছে
নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় প্রসঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শামিম আহমেদ। সংলাপে শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি, কাজী, ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সরাসরি ও জুম অনলাইন প্লাটফর্মে অংশগ্রহণ করেন। এসময় করোনাকালে বাল্য বিবাহের যে হার বৃদ্ধি পেয়েছে, তা নিয়ন্ত্রণ করে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করেন বক্তারা।