নাটোরে বিএনপি নেতাকর্মীর বাড়ি-বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে : দুলু
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নাটোরে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেছেন দলটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে গুলশানে তার অফিসে সংবাদ ব্রিফিংয়ে অভিযোগ করেন তিনি।
গত বছরের ২২ নভেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে বিএনপি’র সমাবেশে হামলা চালায় পুলিশ। পরে, ৫১৭জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে তারা। শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতারও করা হয়। দুলু বলেন, আবারো ১৩৫জনের নামে মামলা করে জেলার নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় পুলিশি হয়রানী বন্ধ করে নেতাকর্মীদের নামে যে সব মিথ্যা মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।