নাটোরে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
নাটোরে সংঘবদ্ধ মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
একই সাথে তাদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি লিটন কুমার সাহা বলেন,
মোটরসাইকেল ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাই করাই এ চক্রের নেশা। চলতি বছরের ৩০ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত সিংড়া ও বড়াইগ্রামে সংঘটিত তিনটি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ সন্দেহভাজন ৫ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৪টি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।