নাটোরে যাত্রীবাহী বাস ও গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সহকারিসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত ১৫ জন।
গতরাতে দেড়টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের খেজুরতলা মোড়ে এই দূর্ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নাটোর হাইওয়ে থানার উপপরিদর্শক জাহিদ হোসেন জানায়, নাটোরগামী গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় শ্যামলী পরিবহনের। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের নাটোরের বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।