নাটোরে রোডমার্চে পথে বিএনপির মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাঙচুর ও অগ্নিসংযোগ
- আপডেট সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৮০ বার পড়া হয়েছে
নাটোরে রোডমার্চে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। হামলা চালিয়ে নেতাকর্মীদের মারপিট করা হয় বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সকালে সদর উপজেলার ডালসড়ক, তেবারিয়া ও সৈয়দ মোড় এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, বিএনপির রোডমার্চ সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা গাড়ী নিয়ে বের হন। এ সময় দিঘাপতিয়া ইউনিয়নের ডালসড়ক এলাকায় বিএনপির গাড়ী থামিয়ে সরকার দলীয় ক্যাডাররা নেতাকর্মীদের মারধর করে গাড়ীতে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়াও সৈয়দ মোড় ও তেবারিয়া এলাকায় বিএনপির আরো দুটি গাড়ী ভাংচুর ও নেতাকর্মীদের পিটিয়ে জখম করা হয়। এ বিষয়ে নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, গাড়ীতে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।