নাটোরে শিকলে বেঁধে এক কিশোরকে নির্যাতন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুরে শিকলে বেঁধে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। তার বাবার কাছে টাকা পাওনার দাবি করছে নির্যাতনকারীরা।
পুলিশ জানায়, উপজেলার চলনালি গ্রামের মুন্নাফ হোসেনের জমি লিজ নিয়ে সেখানে পেয়ারা বাগান গড়ে তোলেন কৃষক কাবিল হোসেন। এবছর পেয়ারার ফলনে বিপর্যয়ের কারণে ঠিকমত পাওনা পরিশোধ করতে পারেননি ওই কৃষক। এরই জেরে গতকাল কাবিল হোসেনের ১৩ বছর বয়সী ছেলে শাওনকে তুলে নিয়ে যায় মুন্নাফের সহযোগীরা। শাওনকে ঘরের মধ্যে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা শাওনকে ছেড়ে দিতে বললে পাওনা টাকা পরিশোধের জন্য চাপ দেয় মুন্নাফ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।