নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ভাই-বোনের বাড়িতে শোকের মাতম
- আপডেট সময় : ০৫:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের পাইকোরদৌলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইবোন- কাউছার ও তানিয়ার বাড়িতে এখন শোকের মাতম। স্কুল শিক্ষক-সহপাঠীসহ প্রতিবেশিদের কেউই এমন মৃত্যুকে মেনে নিতে পারছে না। ৮ম শ্রেণীতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থী সহোদরের শোকে বিদ্যালয়ে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গত শনিবার নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া মহিষভাঙ্গা এলাকায় গাজী রাইস মিলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল পরিবহন ও নাটোর থেকে ঢাকাগামি সিয়াম পরিবহন এবং রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন একই পরিবারের দুই সহদর ভাই-বোনসহ ৭জন।পরিবারের দাবী দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং এমন সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন করা।
পাড়ার সবার সাথেই নিহত সাদিয়া ও ভাই কাউছারের সুসম্পর্ক ছিল। তাদের মৃত্যুতে প্রতিবেশিদের কেউই ধরে রাখতে পারছে না চোখের জল।পাড়া-প্রতিবেশি, আত্নীয়-স্বজন ভুলতে পারছেন তাদের সাথে কাটানো স্মৃতিময় দিন। প্রিয় শিক্ষার্থীদের মৃত্যু শোকে বিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।
সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরসহ ৭ জনের মৃত্যুতে তদন্ত কমিটি প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন-বলে জানান জেলার এই সর্বচ্চে কর্মকর্তা।