নানজীবা খানের ব্যতিক্রম ধারার এসডিজি ফ্যাশন শো
- আপডেট সময় : ০৫:৪৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ২১০৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের সর্বকনিষ্ঠ চলচিত্র নির্মাতা নানজীবা খানের এসডিজি বিষয়ক দ্যা আন ওয়ান্টেড টুইন এর উপর ভিত্তি করে এসডিজির ১৭ গোলকে পোষাকের সাথে সমন্বয় করে ব্যতিক্রম ফ্যাশন শোর আয়োজন করেছে মিতার গল্প।
রাজধানীর ঢাকা ক্লাবে প্রজেক্ট ইয়ুথ ফ্রেন্ডলি বাংলাদেশ এসডিজি ফ্যাশন শো ও ইয়ুথ ওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চস্থ করা হয় মিতা গল্পের কর্ণধার এ্যাডভোকেট মাসুমা মিথিলার দেশের প্রথম থিমেটিক এই ব্যতিক্রম ধারার ফ্যাশন শো।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি নাইমা রহমান। আর বিশেষ অতিথি ছিলেন সাবেক পুলিশের মহাপরিদর্শক বিনজির আহমেদ ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। এছাড়া গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রজেক্টের নেপথ্যে কাজ করা ফটোগ্রাফার, মেকাপ আর্টিস্ট,গ্রাফিক ডিজাইনার সহ ১২ জন মেধাবী তরুনকে কাজে স্বীকৃতি স্বরুপ অতিথিরা সম্মাননা স্বারক প্রদান করেন।