নানারকম ক্রাইসিস নিয়ে আসছে রাজু
- আপডেট সময় : ১০:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : মধ্যবিত্ত যৌথ পরিবারের গল্প নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ অসাধারণ জনপ্রিয় পেয়েছে দর্শকদের কাছ থেকে। আমাদের খুব চেনা এবং পরিচিত গল্প, সহজ এবং সাবলীল অভিনয়, ভিন্নধর্মী নির্মান, মন জয় করা সংলাপ সব মিলিয়ে ‘ফ্যামিলি ক্রাইসিস’ সবাই আপন করে নিয়েছেন খুব সহজেই।
মূল ভূমিকায় যারা ছিলেন তারা তো বটেই সাথে সাথে নাটকের অন্য চরিত্রগুলোও বিশেষ একটা ছাপ ফেলতে সক্ষম হয়েছে। তেমনই একটি চরিত্র ছিলো রাজবাড়ির মোজাম্মেল। এই হাস্যরসিক চরিত্রে অভিনয় করেছেন এম এন ইউ রাজু। এবার এই তুমুল জনপ্রিয় ধারাবাহিকের নতুন সিজনেও তিনি আসছেন আগের চরিত্র এবং নাম নিয়েই।
আগের সিজনে দেখা যায় যে, রাজবাড়ী সদর থানা থেকে ঢাকায় চাকরির জন্য দ্বিতীয় পক্ষের খালাতো বোনের বাসায় এসেছিলেন এম এন ইউ রাজু। এরপর এই মোজাম্মেল শুরু করেন নানারকম ক্রাইসিস। এবারের নতুন সিজনের নাম ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’। নতুন সিজনের পরিবারের নতুন সংকটের গল্প দেখানো হবে। যেখানে চরিত্রগুলোর নাম একই থাকছে বলে জানা গেছে। আর অভিনয়শিল্পীও নব্বই শতাংশ আগের শিল্পীরাই থাকছেন। তাই স্বাভাবিকভাবেই এই সিজনে তিনি আরো বেশি ঝামেলা নিয়েই হাজির হবেন।
মোহাম্মদ মোস্তফা কামাল রাজের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করা রাজু এখন পরিচালক হিসেবে বেশকিছু জনপ্রিয় এবং আলোচিত নাটক উপহার দেবার পাশাপাশি অভিনেতা হিসেবে আলোচিত।
রাজু জানান, রাজ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। ইন্ডাস্ট্রিতে আমার মেন্টর উনি। উনার মাধ্যমেই নির্মান এবং অভিনয়ে আমার আগমন।
এম এন ইউ রাজু প্রথম অভিনয় জগতে যাত্রা শুরু করেন সাড়া জাগানো এবং তুলুম জনপ্রিয় ধারাবাহিক ‘গ্রাজুয়েট’ নাটকের মাধ্যমে। তবে নির্মাতা হবার স্বপ্ন পূরনের পথে চলতে চলতে ১০-১২ টা নাটক পরবর্তীতে নিজেই পরিচালনা করেছেন রাজু। করিমের হানিমুন, সিকিউরিটি গার্ড, নিয়তি, চরকি, ফেইকবুক এর মতো আলোচিত এবং জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। কোয়ালিটির দিকে খেয়াল রেখেই মানসম্মত নাটক বানাতে চান রাজ। সামনেও বানাবেন তবে নিজের নির্মিত নাটকের মানের দিকে নজর দিতে চান আলাদাভাবে। আর ভবিষ্যতে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও বিনোদনের সবচেয়ে বড় মাধ্যমে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।
‘ফ্যামিলি ক্রাইসিস’ এর মাধ্যমে মোজাম্মেল বেয়াই বলেই এখন রাস্তাঘাটে তাকে সম্বোধন করেন অনেকেই। একজন অভিনেতা হিসেবে এটা একটা বিশাল প্রাপ্তি বলেই মনে করেন তিনি। এই নাটকের প্রতিটা চরিত্রই পেয়েছে ভক্তদের অকৃত্রিম ভালোবাসা। দর্শকদের কাছে এই নাটকের আবেদন এখনো ফুরায়নি। আর এর মাঝেই ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ নিয়ে জাহির হতে যাচ্ছে এই টিম।
ফ্যামিলি ক্রাইসিস নাটকের মতো এই নাটকেও প্রতিটা ক্যারেক্টরের নাম একই থাকলেও গল্প বা চরিত্রে ভিন্নতা পাওয়া যাবে৷ ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড নাটকেও তার আগমন এবং চরিত্রের ভিন্নতা দর্শকদের মন জয় করবেই বলে আশা রাখেন এই নির্মাতা এবং অভিনেতা দুই শাখাতেই নিজস্বতা উপস্থাপন করা এই দক্ষ শিল্পী। শুভ কামনা রইলো এম এন ইউ রাজুর জন্য। শিল্পমান সম্মত নাটক নির্মানের পাশাপাশি ভবিষ্যতে জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করবেন তিনি দর্শকদের ভালোবাসা দিয়ে সেটাই কাম্য।