নানা অজুহাতে ঘরের বাইরে বের হওয়ায় জরিমানা গুনতে হয়েছে অনেককে
- আপডেট সময় : ০৬:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দেশজুড়ে কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনেও মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। নানা অজুহাতে ঘরের বাইরে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনতে হয়েছে অনেককে।
প্রশাসনের ব্যাপক তৎপরতার মধ্যেও চট্টগ্রামের রাস্তা-ঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। রাস্তায় গণপরিবহণ না থাকলেও রিক্সা চলাচল করেছে নির্বিঘ্নে। তবে, যাত্রীদের অনেকেই পুলিশি তল্লাশীর মুখে পড়েছে। পুলিশ-র্যা ব-বিজিবি-সেনা বাহিনীর টহলের পাশাপাশি নগরীর পাঁচটি প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে তারা।
ময়মনসিংহ নগরীতে দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকলেও মানুষের চলাচল বেড়েছে। নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। শহরের মোড়ে মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জনসাধারণকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করছে।
রংপুরে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। দোকানপাট বন্ধ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সড়কে রিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি বাড়তে থাকে। সেনাবাহিনী ও পুলিশি টহল অব্যাহত রয়েছে।
বগুড়ায় লকডাউন কঠোরভাবে পালিত হচ্ছে। মার্কেট, শপিং মল, দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে ভারি যানবাহন চলাচল করছে না।সেনাবাহিনী শহরের কেন্দ্রস্থল সাতমাথাসহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
পাবনায় শহরের গুরুত্বপূর্ন সড়কে পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন লকডাউন বাস্তবায়নে কাজ করছে। বিধিনিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টয় ৩৬ মামলায় ৯ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
নেত্রকোনায় শহরের প্রতিটি পয়েন্টে আইন-শৃংখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
চাঁদপুরে কঠোর অবস্থানে আছে আইন-শৃঙ্খলা বাহিনী। জেলা ও উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার।
গোপালগঞ্জে ঢিলেঢালা লকডাউন দেখা গেছে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সক্রিয় রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের টহল অব্যাহত রয়েছে।
এছাড়াও ফেনী, হবিগঞ্জ, মানিকগঞ্জ, সাতক্ষীরা, কুমিল্লা, পটুয়াখালী, মাদারীপুর, নাটোর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও যশোরে বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।