রাজধানীর কাঁচা বাজারে নানা অজুহাতে বাড়ছে বিভিন্ন পণ্যের দাম
- আপডেট সময় : ০২:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নানা অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে। করোনা, বন্যার দোহাই শেষে এখন ভালমানের সব্জির বাড়তি দাম হাকাচ্ছে দোকানিরা । মাংসের বাজার স্থিতিশীল থাকলেও বাড়তি দরে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। এ সপ্তাহে কেজিতে ২ টাকা বেড়েছে মোটা আটাশ ও মিনিকেট চালের দাম। সব পণ্য বিক্রিতে বাজার দরের তালিকা এবং কড়া নজরদারির দাবি তুলেছেন নিরুপায় ক্রেতারা।
রাজধানীর শান্তিনগর ও মালিবাগ কাঁচাবাজারে সরজমিনে গিয়ে দেখাগেছে, সব ধরনের সব্জির দাম চড়া। প্রতি কেজি সব্জি বিক্রেতারা বিক্রি করছে ১ শো টাকা। ক্রেতারা সাধ্যের বাইরে দাম হওয়ায় প্রত্যেক বাজারে দরের তালিকার কথা দাবি জানিয়েছেন।
সব্জি বিক্রেতারা বলছেন, করোনা ভাইরাস বৃষ্টি ও বন্যার কারনে বাজারে সব ধরনের শাক-সব্জির দাম বেড়েছে। এছাড়া ভাল মানের পণ্য ও চাহিদা বেশী থাকায় দাম বেড়ে গেছে।
মাছের বাজারে ইলিশের সরবরাহ পর্যাপ্ত। দাম বিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও দেশি রুই কাতলের দাম কেজি প্রতি একশো টাকা বেশী নিচ্ছেন ব্যবসায়ীরা।
বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। আর ব্রয়লার মুরগীর বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজিতে ।
এ দিকে করোনা কালীন সময় থেকেই চালের বাজার উর্ধ্বমুখী। এ সপ্তাহে কেজিতে ২ টাকা বেড়েছে মোটা আটাশ ও মিনিকেট চালের দাম। চালের বাজার নিয়ন্ত্রণে চাল সমিতির নজর দারির দাবি ব্যবসায়ীদের।
এছাড়া মুদিপণ্যের কিছু পণ্যের দাম বাড়লেও নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্যপণ্য।