সিলেট নগরীতে চলছে গাছ কাটার মহা উৎসব, নীরব বন বিভাগ
- আপডেট সময় : ০৩:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ড্রেন নির্মাণ, রাস্তা প্রসস্থকরণ, আধুনিক নগরায়নের অজুহাতে সিলেট নগরীতে যেন চলছে গাছ কাটার মহাউৎসব। কাজে আসছেনা পরিবেশ কর্মীদের কোন আন্দোলন,অনেকটা অসহায় হয়ে নাগরিকদের কাছে বৃক্ষ রক্ষার আবেদন তাদের। এদিকে সব জেনেও নীরব বন বিভাগ। দায়িত্বশীলতা নিয়ে উঠছে প্রশ্ন।
গত মাসের মাঝামাঝি সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় রাস্তার একপাশে ড্রেন নির্মাণ করতে, অল্প কিছু গাছ কাটার প্রয়োজনীয়তা দেখিয়ে বন বিভাগকে চিঠি দেয় সিলেট সিটি করপোরেশন। কিন্তু বন বিভাগের পর্যবেক্ষণ ও অনুমোদন নেয়ার আগেই এক রাতেই রাস্তার দুপাশের প্রায় ২শ’ গাছ কেটে ফেলা হয়।
নগরীর মেজরটিলা এলাকার জালালাবাদ চক্ষু হাসপাতালের ভেতরে অন্যান্য গাছের বড় হওয়ার লক্ষ্যে ১শ’টি গাছ কাটার আবেদন করে বন বিভাগের কাছে। অনুমোদন পায় ৭৫টি গাছ কাটার।কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সরেজমিনে দেখা যায় ছোটবড় মিলিয়ে শতাধিক গাছ কেটে ফেলার পরও চলছে আরো গাছ কাটার প্রস্তুতি-পরিকল্পনা।
কখনো অনুমোদন প্রাপ্ত গাছের তিন/চারগুণ কখনোবা অনুমোদন না নিয়েই চলছে বৃক্ষ নিধনের প্রতিযোগিতা। পরিবেশ কর্মীরা দীর্ঘ আন্দোলন করেও কোন প্রতিকার না পেয়ে এবার নাগরিকদের কাছে ভিন্নভাবে আবেদন জানান, শতবর্ষী এই বৃক্ষ বাঁচানোর।
এদিকে ধারাবাহিক ভাবে পরিবেশের এই অপূরণীয় ক্ষতির নানা অভিযোগ জানালে, ক্যামেরায় কথা বলতে রাজী হননি সিলেট বিভাগীয় বন কর্মকর্তা।