নানা অব্যবস্থাপনায় চলছে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক
- আপডেট সময় : ০৫:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নানা অব্যবস্থাপনা চলছে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে। ময়মনসিংহের শিল্পাঞ্চল- ভালুকা উপজেলা থেকে নগরীর বাইপাসে জায়গা দখল গড়ে উঠেছে প্রভাবশালীদের নানান স্থাপনা। প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন মহাসড়কের উপরে বসছে কাঁচাবাজার। এছাড়া সড়কের উপর অবৈধ পার্কিং, থ্রি হুইলারের অবাধ বিচরণ, মহাসড়কের জায়গা দখলসহ যত্রতত্র স্ট্যান্ডের কারণে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। এসব অব্যবস্থাপনার ফলে সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ছে অসংখ্য তাজা প্রাণ।
নানা অব্যবস্থাপনায় ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক। ময়মনসিংহ অংশের ৫৬ কিলোমিটার এখন মরণফাঁদ। ময়মনসিংহ শিল্পাঞ্চল ভালুকা উপজেলা থেকে নগরীর বাইপাস পর্যন্ত দুর্ভোগ নিত্যসঙ্গী। মহাসড়কের জায়গা দখল গড়ে উঠেছে প্রভাবশালীদের নানান স্থাপনা। মহাসড়কের উপর বাজার, পাশাপাশি মহাসড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার যান।
নিয়ম ভেঙ্গে মহাসড়কে উল্টো পথে চলছে যান। সড়কে পর্যাপ্ত ফুটওভার ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে পথচারীরা।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে মহাসড়কের এসব বিশৃঙ্খলা দূর করা সম্ভব, মনে করছেন পুলিশ সুপার।
মহাসড়কের অব্যবস্থাপনা দূর করতে সড়ক ও জনপথ বিভাগের রয়েছে নানা পরিকল্পনা।
দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি সংশ্লিষ্টদের।