নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৬৪১ বার পড়া হয়েছে
নানা আয়োজনে চট্টগ্রামেও পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম দর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।
সকাল থেকেই নন্দন কানন বৌদ্ধ মন্দির, পটিয়ার কর্তালা বেলখাইন সদ্ধর্মালংকার বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ মন্দিরে সমবেত হন সব বয়সী মানুষ। এসময় পঞ্চশীল, অষ্টশীল দানের মধ্য দিয়ে বিশ্বের সব মানুষের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন বৌদ্ধ নর নারীরা।গৌতম বুদ্ধের জন্মদিন, মহা পরিনির্বান ও বুদ্ধত্বলাভ উপলক্ষে প্রতি বছর দিনটি শ্রদ্ধার সাথে পালন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।