নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা
- আপডেট সময় : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উতসব শুভ বুদ্ধ পূর্ণিমা।
সকালে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ মন্দির থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা বের করেন। বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। পরে শান্তি শোভাযাত্রাটি নগরীর নিউমার্কেট দিয়ে আশপাশ এলাকা প্রদক্ষিণের পর আবার বৌদ্ধ মন্দিরে এসে শেষ হয়।
এ উপলক্ষে রাঙ্গামাটির বিভিন্ন বিহারে বুদ্ধ পূজা, পিন্ডদান, প্রাতঃরাশ, অষ্টপরিস্কার দান, সংঘদান, বুদ্ধমুর্তিদান, প্রদীপ পূজাসহ দিনব্যাপী কর্মসূচী পালিত হচ্ছে।
শুভ বুদ্ধপুর্নিমা উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শত বছরের য়ংড বৌদ্ধ বিহারে মঙ্গল প্রদীপ জেলে শোভাযাত্রাটি উদ্বোধন করেন করেন,ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান,কুজেন্দ্র লাল ত্রিপুরা।