নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
রাজশাহী ও ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।
সকালে রাজশাহী কলেজে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুক। পরে সীমিত পরিসরে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮৮ সাল থেকে জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের ৪০টি দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। বর্তমানে জাতিসংঘের ৯টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৬ হাজার ৭৪২ জন শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।
“স্থায়ী শান্তির পথ, শান্তি ও নিরাপত্তার জন্য তারুণ্যের শক্তি ব্যবহার” এই শ্লোগানে ময়মনসিংহে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। সকালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য রেলীর উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।