নানা আয়োজনে পালিত হয়েছে কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্ম জয়ন্তি
- আপডেট সময় : ০৮:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্ম জয়ন্তি।
সীমিত পরিসরে কবির শৈশবের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মার্ষিকী উদযাপন করা হয়। দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কবির ভাস্কর্য উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। পরে তিনদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
কুমিল্লায় দিনটিতে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সিলেটে নানা আয়োজনে ১২২তম জন্মজয়ন্তীতে নগরীর কবি নজরুল মিলনায়তনের মুক্তমঞ্চে কবি’র অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান সিলেটের মেয়রসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দিনব্যাপী ভার্চুয়ালি গান, নাচ, আবৃত্তি, আলোচনার আয়োজন করে বিভিন্ন সংগঠন।
বরিশালের মেহেন্দিগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবি’র প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।