নানা কর্মসূচিতে সারাদেশে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
সারাদেশে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই দিবসের আয়োজন করে।
বরিশালের জিলা স্কুল মোড় থেকে রেলী বের হয়। সদর রোড প্রদক্ষিন করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।
জামালপুর শহরের পৌরসভা গেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গিয়ে শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয়ে।
পটুয়াখালীতেও শোভাযাত্রা ও আলোচনায় অংশ নেন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা, বৃক্ষরোপণ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ। বক্তারা বলেন, প্রশিক্ষিত যুবকদের মাধ্যমে আগামীর দেশ আরো সমৃদ্ধ হবে।
গাইবান্ধায়ও বণার্ঢ্য রেলি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ছাড়াও ড্রাইভিং লার্নার, প্রশিক্ষণ সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়।
দিনাজপুরের বিরলে জাতীয় যুব দিবসে ২১ জন উদ্যোক্তাকে ৯ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন বিভিন্ন প্রকল্পের চেক দেয়া হয়।
সিরাজগঞ্জের তাড়াশে দিবসটিতে আয়োজিত শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। ২৮ জন যুব নারী-পুরুষের মাঝে ১৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
এছাড়াও- ঝালকাঠি, কুষ্টিয়া, মেহেরপুর ও চাঁদপুর ও নেত্রকোণায় নানা আয়োজনে পালিত হয় যুব দিবসের কর্মসূচি।