নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জেলায় জেল হ’ত্যা দিবস পালিত
- আপডেট সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শোক রেলি, কম্বল বিতরণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জেলায় পালিত হয়েছে জেল হত্যা দিবস।
সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় নেতারা বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশুন্য করে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব বিলিন করতেই ৭১’এর পরাজিত শক্তি জেল হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সভায় বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে না পারে সেজন্যই চার জাতীয় নেতাকে খুন করা হয়।
রাজশাহীতে গভীর শোক ও শ্রদ্ধায় পালিত হয় জেল হত্যা দিবস। কালোব্যাজ ধারণ করে নগর ভবন থেকে শোক রেলিসহ শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিস্থলে যায়।
গাজীপুরের কাপাসিয়ায় নানা আয়োজনে স্মরণ করা হয় শহীদদের। এতে নেতৃত্ব দেন কাপাসিয়া ইউএনও কেএম গোলাম মোর্শেদ খান।
ময়মনসিংহে শোক রেলিসহ শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করে জেলা আওয়ামী লীগ।
বগুড়া জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মজিবর রহমান মজনু।
ফুলের শ্রদ্ধাঞ্জলীর মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে জেলা হত্যা দিবস।
ঝিনাইদহে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন ও রেলি বের করা হয়। পরে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সিরাজগঞ্জের রায়গঞ্জে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ৭ শতাধিক কম্বল বিতরণ করেন রায়গঞ্জ উপজেলা ইউএনও তৃপ্তি কণা মন্ডল।
যথাযথ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জেল হত্যা দিবস পালিত হয় চুয়াডাঙ্গায়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
দিনাজপুরে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে দিনাজপুর কোতোয়ালি ও পৌর আওয়ামী লীগ।
পাবনার ঈশ্বরদীতেও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় জাতীয় চার নেতাকে।
এছাড়াও নড়াইল, মেহেরপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরসহ বিভিন্ন জেলায় নানা আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়েছে।