নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৬:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রামে বিবাদমান দুই গ্রুপের নেতাকর্মীরা যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আলাদাভাবে। সকাল থেকে মহানগর যুবলীগের ব্যানারে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আলোচনা সভাসহ বর্ণাঢ্য কর্মসুচি পালন করেন একপক্ষ। সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের মহিউদ্দিন বাচ্চু ও তার পক্ষের নেতাকর্মীরা। অন্যদিকে, স্টেশন রোডের মোটেল সৈকতে আলাদা কর্মসুচিতে দিনটি উদযাপন করেছে মহানগর যুবলীগের অন্যপক্ষের নেতাকর্মীরা।
যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুব লীগের প্রতিষ্ঠাতা শেখ মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলার নেতাকর্মীরা।
আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু হয় দিনাজপুরের বিরলে। সকালে কর্মসূচি উদ্বোধনের পর নেতাকর্মীরা যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আপস…
পাবনায় নানা কর্মসূচি উদযাপন ছাড়াও বঙ্গবন্ধুসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
জামালপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো ছাড়াও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ঝালকাঠিতেও সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একই কর্মসূচি পালিত হয়।
দুপুরে গাইবান্ধা পৌরপার্কের পাবলিক লাইব্রেরীর আলোচনা সভায় অংশ নেন জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান লোটন ছাড়াও স্থানীয় নেতারা।
শেখ হাসিনা আমার নেতা, আমার বিবেক’ এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বৃক্ষরোপন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মৌলভীবাজারে বৃক্ষরোপণ ও দু:স্থ পথচারীদের খাবার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এছাড়াও নড়াইল, সাতক্ষীরা ও হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে।