নানা কৌশলে ঢাকায় মাদক নিয়ে আসা চক্রের ৫ সদস্য আটক
- আপডেট সময় : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
নানা কৌশলে রাজধানী ঢাকায় মাদক নিয়ে আসা চক্রের ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার, মসিউর রহমান।
কখনো গাড়ির তেলের চেম্বার আবার কখনোবা গ্যাস সিলিন্ডার। এ ভাবেই নানা কৌশলে রাজধানীতে মাদক নিয়ে আসছে পাচারকারীরা।
তেলবাহী গাড়ির ভেতরে মাদক।এমন তথ্যের ভিত্তিতে গাড়িটি আটক করে গোয়েন্দা পুলিশ। তল্লাশি চালালে তেলের চেম্বার থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক গাজার প্যাকেট। এঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে দামি প্রাইভেট কারের সিলিন্ডারে করে টেকনাফ থেকে ইয়াবার চালান আনার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দারা বলছেন, অনিবন্ধিত দামি মডেলের গাড়িতে করে তারা প্রায়ই ইয়াবার চালান রাজধানীতে নিয়ে আসতো।
এই মাদক চোরাচালানের সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ৫ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ডিবির এই উপ পুলিশ কমিশনার।
এদিকে রোববার সাভার এলাকায় অভিযান চালায়ে অস্ত্র গুলি মোটরসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ।
পুলিশ জানায় গ্রেফতারকৃতরা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। এর আগেও তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।