নানা প্রতিকূলতা কাটিয়ে সাফল্যের দিকে এগুতে শুরু করেছে মোবারকগঞ্জ চিনিকল
- আপডেট সময় : ০৮:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নানা প্রতিকূলতা কাটিয়ে আবার সাফল্যের দিকে এগুতে শুরু করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল। গত দশ বছরের মধ্যে চলতি মৌসুমে টানা ৯৫ দিন যান্ত্রিক ত্রুটি ছাড়াই মিলটিতে আখ মাড়াই চলেছে। এছাড়াও বেড়েছে চিনি উৎপাদন। এ বছর লোকসানের হার অর্ধেকে নামলে, আগামীতে লাভের মুখ দেখার আশা করছে তারা।
চলতি মৌসুমের শুরুতে দেশের ছয়টি অলাভজনক চিনিকল বন্ধ করে দেয়, সরকার। এসময় মোবারকগঞ্জ চিনিকল বন্ধের গুঞ্জনও শোনা যায়। ঝিনাইদহ-চার আসনের সংসদ সদস্যের নির্দেশনায় তখন মিল প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের নেতারা দুর্নীতি বন্ধে কাজ শুরু করেন।
ফলে, গত দশ বছরের মধ্যে এবারই প্রথম ব্রেকডাউন ছাড়াই মিলটি চলছে। এছাড়া, চলতি মৌসুমে কৃষকের আখের টাকা দ্রুতই পরিশোধ করা হচ্ছে। এ অবস্থায় চললে মিলটি আগামী চার মৌসুমের মধ্যে লাভের মুখ দেখবে বলে আশা করছে কৃষক ও শ্রমিকরা।
আগামীতে এটিকে দেশের ‘মডেল সুগার মিল’ হিসেবে গড়ে তোলার আশা করছে শ্রমিক নেতারা।
কাঁচামালের সহজলভ্যতা, কৃষক-শ্রমিকের আন্তরিকতা ও সুষ্ঠু ব্যবস্থপনার জন্যই এ পরিবর্তন বলে জানায়, কর্তৃপক্ষ।
গত বছরের ১৮ ডিসেম্বর মাড়াই মৌসুম শুরু হয়। শেষ হবে আগামী এপ্রিলে। গত বছর ৯৪ দিন আখ মাড়াই করা হয়েছে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে এক’শ ২৫ দিনে।