নানা সংকটে বন্ধ হয়ে গেছে সারাদেশের শতাধিক পাটকল
- আপডেট সময় : ০৫:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নানা সংকটে বন্ধ হয়ে গেছে সারাদেশের শতাধিক পাটকল। এতে বেকার হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক-কর্মচারী। কাঁচা পাটের দাম বৃদ্ধি,ব্যাংক ঋণের সুদ, বিদেশে রপ্তানি কমে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে।
যুদ্ধের প্রভাবে কমে গেছে মধ্যপ্রাচ্য, রাশিয়া-ইউক্রেনসহ কয়েকটি দেশে পাটের বস্তা ও সুতলি রপ্তানি।
দেশে বাধ্যতামূলক পাটজাত পণ্যের ব্যবহার আইন করা হলেও এর বাস্তবায়ন নেই। এখনো ব্যবহার হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক কিংবা পলিথিনের ব্যাগ। তৈরি পণ্য বিক্রি করতে না পেরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে পাটকলগুলো
লোকশানে পড়েছেন পাটকল মালিকরা। ঋণের দায়ে হতাশ তারা। কর্মচারিরাও বেকার।
সরকারী উদোগের অভাব আর সংকট তুলে ধরলেন বিজিএমইএর এই নেতা।
প্লাষ্টিক ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত করা হচ্ছে, জানালেন পাট পরিদর্শক।
পাট শিল্পকে টিকিয়ে রাখতে পাটপণ্যের আধুনিকায়ন ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করার দাবি করেন সংশ্লিস্টরা।