নানা সমস্যায় জর্জরিত গাইবান্ধার আইসোলেশন সেন্টার
- আপডেট সময় : ০৪:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই নানা সমস্যায় জর্জরিত গাইবান্ধার আইসোলেশন সেন্টারটি। সেখানে চিকিৎসাধীন রোগীরা খাবার-দাবারসহ নানা কস্টভোগ করছেন বলে অভিযোগ রয়েছে । বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক।
করোনা ভাইরাস রোগীদের সুচিকিৎসা দেয়ার জন্য ও পরিবার থেকে আলাদা রাখতে শহর থেকে কিছুটা দুরে তৈরি করা হয় আইসোলেশন সেন্টার। কিন্তু সেখানে থাকা রোগীদের পোহাতে হচ্ছে র্দুভোগ। রোগীদের কাছে সকাল দশটার আগে পৌঁছেনা নাস্তা-পানি। তাদেরকে দুপুরের খাবার দেয়া হয় বিকেলে। বিশুদ্ধ পানির বালাই নেই। পরিচ্ছন্নতাকর্মী না থাকায় ময়লা-আবর্জনার সাথেই বাস করছেন করোনা সংক্রমণ রোগীরা। ভুক্তভোগীরা অভিযোগ করে আরো বলেন, দুপুরের খাবার দেয় সাড়ে তিনটা থেকে চারটায়। তাও আবার খাবারের পরিমাণ অনেক কম। একই পানি দিয়ে গোসল এবং পান করতে হয়।
এদিকে দ্রুত এই সব সমস্যা সমাধানের দাবী করেছেন এই নারী নেত্রী।
অভিযোগের কথা স্বীকার করে সীমাবদ্ধতার নামে নানা অজুহাত তুলে ধরেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহফুজার রহমান ।
কোভিড ১৯ রোগীদের খাবারের মান ভাল সহ সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে। এর বেত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বললেন জেলা প্রশাসক।
আনসার ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে অস্থানীয় এই আইসোলেশন সেন্টাররে বর্তমানে ১৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে।