নাপা সিরাপ খেয়ে ২ শিশুর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নাপা সিরাপ খেয়ে ২ শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সারাদেশ থেকে নির্ধারিত ব্যাচের নাপা সিরাপের নমুনা সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে কারও কাছে ওষুধ থাকলে দ্রুত কাছের কেমিস্ট অফিসকে অবহিত করতে এবং বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক আইয়ুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাপা সিরাপের ব্যাচ সম্বলিত ওষুধ কারও কাছে থাকলে দ্রুত কাছের কেমিস্ট অফিসকে জানাতে হবে। বিক্রি থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ওষুধ প্রশাসন অধিদপ্তর সব বিভাগীয় এবং জেলা কার্যালয়ের কর্মকর্তাদের পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে প্রতিবেদন পাঠাতে বলেছে।