নাব্য সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ
- আপডেট সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
নাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত থেকে নৌরুট বন্ধের এ ঘোষণা দেয় তারা। এর আগে প্রবল স্রোত আর নাব্য সংকটের কারণে গেল রোববার রাত থেকে বন্ধ ছিল সব ফেরি চলাচল। এদিকে, বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
গেল আগস্ট মাস থেকেই তীব্র স্রোত আর নাব্য সংকটে বাধার মুখে পড়ে শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল। এরই মধ্যে নৌরুটের পানি কমেছে গেল ৪৮ ঘণ্টায় ৩৮ সেন্টিমিটার। এতে এ রুটের লৌহজং টার্নিং ও বিকল্প রুটের মুখে বড় ধরনের ডুবোচরের কারণে রোববার থেকে সবধরনের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
আটকা পড়ে পণ্যবাহী পরিবহন। দুর্ভোগে পড়ে অসংখ্য মানুষ।
এদিকে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেজিং এর মাধ্যমে চ্যানেলটি সক্রিয় করা হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। এর আগে বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের পরামর্শও দেয়া হয়েছে।
নাব্য সংকট দূর করতে শিগগিরই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এই নৌরুট সংশ্লিষ্টরা।