নাব্য সংকটে বালাসী-বাহাদুরাবাদ ফেরীঘাটে যাত্রী পারাপার বন্ধ
- আপডেট সময় : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
কাজে আসছে না উত্তরাঞ্চলে যোগাযোগের বালাসী-বাহাদুরাবাদ ফেরীঘাট। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর ফেরিঘাট নির্মিত হলেও নাব্য সংকটে আলোর মুখ দেখছে না প্রকল্প। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেজিংয়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা।
গাইবান্ধার বালাসীঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের সাথে ফেরি সার্ভিস চালু করতে নির্মিত হয় দুটি টার্মিনাল। উত্তরাঞ্চলের সংগে যোগাযোগ সহজ করতেই এই প্রকল্প।
নদীর দুই পাড়ে নৌ-টার্মিনাল, বাস টার্মিনাল, টোল বুথ, পুলিশ ব্যারাক, আনসার ব্যারাকসহ নির্মাণ করা হয়েছে। চলতি বছরের মার্চে ৪টি ছোট লঞ্চ দিয়ে শুরু হয় যাত্রী পারাপার। নেই বড় লঞ্চ কিংবা ফেরি। ফলে স্বাচ্ছন্দ্য না থাকায় এই নৌ রুট ব্যবহারে অনীহা যাত্রীদের।
ইচ্ছা থাকলেও ন্যাব সংকটে বড় ফেরি চালাতে না পেরে লোকশান গুণতে হচ্ছে লঞ্চ মালিক সমিতিকে।
এ বিষয়ে জানতে বিআইডব্লিউটিএর কোন কর্মকর্তাকে না পেয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, প্রকল্পের সুফল পেতে কাজ চলছে।
বঙ্গবন্ধু সেতুর ওপর যানবাহনের চাপ কমাতে ২০১৭ সালে একনেকের সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।