‘নাভানা নিয়ে এলো টয়োটার নতুন তিন মডেল’
- আপডেট সময় : ০৪:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নাভানা লিমিটেড একই মঞ্চে টয়োটার ৩টি নতুন মডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করলো। নতুন গাড়ির মডেল তিনিটি হচ্ছে টয়োটা রেইজ, থার্ডজেনারেশনের টয়োটা আভানজা এবং টয়োটা ভেলোজ। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত টয়োটা বাংলাদেশের শো–রুমে আয়োজিত এক প্রেস লঞ্চেআনুষ্ঠানিকভাবে গাড়িগুলো উন্মোচন করা হয়।
রেইজ–দ্যা গেইম চেঞ্জার:
প্রথমেই আসা যাক টয়োটা রেইজ প্রসঙ্গে– এ গাড়িটি একটি কমপ্যাক্ট এসইউভি, যেটি একটি ১ লিটার টার্বো এসিউভি এবং যার ট্রান্সমিশনটি নতুনসিভিটি ট্রান্সমিশন–ডিসিভিটি। এই কমপ্যাক্ট এসইউভি’র দাম ৩৪ লাখ টাকা। রেইজের এক্সটেরিয়রটি বেশ প্রাণবন্ত এবং স্পোর্টি। গাড়ির অ্যারোডাইনামিক ডিজাইনকে আরও অনেক বেশি আকর্ষনীয় করেছে এর ফ্রন্ট গ্রীল, সাথে স্টাইলিশ এলইডি হেডলাইটস্। নাভানা লিমিটেড শীঘ্রই তার লাইন–আপে ১.২ লিটার রেইজ যোগ করবে।
আভানজা:
টয়োটার লাইনআপে যুক্ত হচ্ছে থার্ড জেনারেশনের নতুন আভানজা। ২০০৬ সালে প্রথমবারের মত বাজারে আসার পর থেকেই আভানজা বাংলাদেশেরগাড়ি মালিকদের কাছে একটি জনপ্রিয় মডেল হয়ে উঠেছে। আভানজা ১.৫ লিটারের একটি এমভিপি যা ব্র্যান্ড নিউ গাড়ির সেগমেন্টে বেশ সাশ্রয়ী মূল্যেরএকটি সেভেন সিটার। এতে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স (১৮০ এম.এম.) এবং লাগেজ রাখার জন্য বিস্তৃত জায়গা। নতুন থার্ড জেনারেশনের এইআভানজার এক্সটেরিয়র লুক বেশ আকর্ষনীয় এবং এর ফ্রন্ট হুইল ড্রাইভ এবং সিভিটি ট্রান্সমিশন সজ্জিত। গাড়ির পেছনের সিট গুলো ইজি চেয়ারেরূপান্তরিত করা যায় যা আপনার ভ্রমণকে করবে আরো আরামদায়ক। থার্ড জেনারেশনের এই আভানজার দাম ৩৫ লাখ টাকা।
ভেলোজ:
দিনের শেষ আকর্ষণ হিসবে সবার নজর কেড়েছিলো নতুন ভেলোজ। ভেলোজ একটি সিভিটি ট্রান্সমিশনের ১.৫ লিটার সেভেন সিটার এসইউভি। এতেরয়েছে ৩টি ড্রাইভিং মোড– নরমাল, স্পোর্টস এবং ইকো। এই সেভেন সিটারে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স (১৯০এম.এম.) এবং ডুয়াল এসি। এতে আরওযুক্ত হয়েছে সিন্থেটিক লেদার সিটিং ম্যাটেরিয়াল, পুশ স্টার্ট এবং ফোনের জন্য ওয়্যারলেস চার্জার সহ ১৬–ইঞ্চি অ্যালয়। পরিবার এবং বন্ধুদের সাথেআরামদায়ক ভ্রমণের জন্য ভেলোজ একটি দারুণ সেভেন সিটার এসইউভি। নতুন ভেলোজ পাওয়া যাবে ৪১ লাখ টাকায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাভানা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদ আজিজুর রহমান, নাভানা লিমিটেডের চীফ ওপারেটিং অফিসার আহমেদ সাকিব, টয়োটার চীফ রিপ্রেজেন্টেটিভ তরু মরি সান, টয়োটা বাংলাদেশের হেড অফ সেলস মুসতানসির প্রমুখ।