নারায়ণগঞ্জের সিএনজি সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ : এক ছাত্রী নিহত
- আপডেট সময় : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১৯১৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে সিএনজি সঙ্গে কন্টেইনার লরির মুখোমুখি সংঘর্ষে ইসরাত জাহান তানহা নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এসময় সিএনজি চালক ও যাত্রীসহ ৪ জন গুরুতর আহত হয়।
দুপুরে উপজেলার আন্দিরপাড় এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও কাঁচপুর হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক নোফেল জানান, এশিয়ান হাইওয়ে সড়কে আন্দিরপাড় এলাকায় কন্টেইনার লরিটি গাউছিয়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসরাত জাহান তানহা নামে ওই কলেজ ছাত্রী নিহত ও আহত হয় চারজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গেলরাতে উপজেলার গড়মাটি কলোনী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই বন্ধুর মত্যু হয়।
নীলফামারীর সৈয়দপুরে ঢাকা থেকে ঠাকুরগাওগামী নৈশকোচের চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকালে কর্মস্থলে যাওয়ার সময় সৈয়দপুর বাইপাস সড়কের মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।