নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৮:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এদিকে, বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা মোতাহার নিহত হয়েছে। এছাড়া, মুন্সীগঞ্জে ৩ দিন নিখোঁজ থাকার পরে ধলেশ্বরী নদীতে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে দুপুরে শামীম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, রেললাইনে মাদক ও গ্যাস সিলিন্ডার বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় রাজ্জাকসহ আরও কয়েকজনের সাথে দীর্ঘদিন ধরে শামীমের বিরোধ চলে আসছিল। এর জেরে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
মোংলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলায় বিরোধপূর্ণ চিংড়ির ঘের দখল নিতে আব্দুল্লাহ সহযোগীদের নিয়ে মোতাহার সরদারসহ তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশ জানায়, গেল রাতে মেম্বর আব্দুল্লাহ শেখের নেতৃত্বে প্রায় অর্ধশত দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মোতাহার সরদারসহ বাকী ৬ জনকে গুরুতর জখম করে। খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার সময় পথে মারা যান মোতাহার সরদার। বাকি ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সকালে মুন্সিগঞ্জের সদর উপজেলার মিরকাদিম লঞ্চ ঘাটে রিয়াম ও পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁওয়ে ধলেশ্বরী নদীর পাড় থেকে আলমগীর হোসেন নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করে মোক্তারপুর নৌ-পুলিশ। পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি নিহতের স্বজনদের।